টেক্সট নেক সিনড্রোম

মোবাইল আমাদের জীবনের খুব প্রয়োজনীয় অঙ্গ হয়ে গেছে. তার মধ্যে আবার ফেইসবুক, হোয়াটসআপ ছাড়া আমাদের সময় কাটে না. Facebook, WhatsApp আর Instagram যখন 4th October 2021 ডাউন হয়ে যায় তখন মনে হচ্ছিলো আমরা মোবাইল এর কাছে কিভাবে আসক্ত হয়ে গেছি. মোবাইল ছাড়া আমাদের একটুও সময় কাটে না. আর এই মোবাইলের প্রভূত ব্যবহারের ফলে আমাদের টেক্সট নেক সিনড্রোম হচ্ছে. আমরা ফিজিওথেরাপিস্টরা প্রচুর এই ধরণের রোগী দেখছি, যার ফল মারাক্তক হতে পারে.

কখন বুঝবেন আপনার টেক্সট নেক হয়েছে?

ঘাড় স্টিফ হয়ে থাকবে

ব্যথা হবে 

ব্যথা হাত দিয়ে নামবে

shoulder ব্যথা হবে 

মাথা ব্যথা হবে 

দীর্ঘদিন এই সমস্ত উপসর্গ কে অবহেলা করলে 

ডিস্ক prolapsed 

আর্থরাইটিস 

কাইফোসিস 

লিগামেন্ট ইনজুরি 

নার্ভ ইনজুরি 

ইত্যাদি হতে পারে.

তাই সাবধান থাকার জন্য কয়েকটি টিপস আর এক্সারসাইজ দেখে নিই.

টেক্সট নেক হলে কি করা যাবে না

দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে না

এক রকম শারীরিক ভঙ্গিমায় দীর্ঘক্ষণ থাকা যাবে না

কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে তা চোখের লেভেল বরাবর করতে হবে এবং হাত ও ঘাড়ের পজিশন ঠিক রাখতে হবে 

হাতে বেশি ওজন বহন করা যাবে না

বড়ো কোনো জিনিস হাতে দীর্ঘক্ষণ ধরে থাকা যাবে না 

কী কী ব্যায়াম করবেন?

ঘাড়ের ডান ও বাম দিকে ঘোরানো 

চিন টাক বা রিট্রাকশন এক্সারসাইজ 

shoulder এর মুভমেন্ট এক্সারসাইজ 

cervical এক্সটেনশন এক্সারসাইজ

dorsal spine এক্সটেনশন এক্সারসাইজ 

ক্যাট – কাওএক্সারসাইজ 

ডাউনওয়ার্ড ফেসিং ডগ 

পদহস্তাসন 

ভিডিও তে দেখেনিন টেক্সট নেক সিনড্রোম এর সমস্ত এক্সারসাইজ

References:

https://bengali.news18.com/news/off-beat/durga-puja-2021-maa-durga-will-arrive-on-horse-and-back-on-boat-this-year-621611.html

https://www.statista.com/statistics/558610/number-of-mobile-internet-user-in-india

https://www.physio-pedia.com/Text_Neck

https://pubmed.ncbi.nlm.nih.gov/33562204

https://www.healthxchange.sg/head-neck/neck-thyroid/text-neck-syndrome-symptoms-prevention

https://www.healthline.com/health/fitness-exercise/text-neck-treatment#prevention-tips

Start your recovery journey with Fit O Fine :

At FitoFine Physiotherapy Clinic, we offer expert-led care, helping you regain confidence in movement, one step at a time. We are committed to enhancing lives through evidence-based physiotherapy, personalized care, and holistic wellness solutions.

Our mission is to empower individuals of all ages to regain strength, mobility, and confidence, ensuring a healthier, pain-free future. With a team of skilled professionals, modern techniques, and a patient-first approach, Fitofine is your trusted partner on the journey to optimal physical well-being. Together, let’s move better, feel stronger, and live fuller.

Call: +91 6295115701
Email: fitofine.in@gmail.com
Website: www.fitofine.com

Contact Us Today! Click Here To Reach Out To Us